ভিডিও

হত্যাকাণ্ডের ঘটনায় কেএমপি পুলিশের বিরুদ্ধে মামলা     

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪, ০২:২২ দুপুর
আপডেট: আগস্ট ১৫, ২০২৪, ০৩:১১ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  খুলনায় তিন বছর পর মামলা হলো বিএনপি নেতা মোহাম্মদ বাবুল কাজী হত্যাকাণ্ডের। জেলার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনালী সেনসহ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ মামলা হয়। 

মামলার অন্য আসামিরা হলেন, খুলনা সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) মনির।

নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসি আমলি আদালতে বৃহস্পতিবার মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী চৌধুরী তৌহিদুর রহমান তুষার।

বিচারক আনিসুর রহমান মামলার তদন্ত ভার পিবিআইয়ের ওপর ন্যস্ত করেছেন।

জানা যায়, ২০২১ সালের ২৯ মার্চ খুলনার কেডি ঘোষ এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে আন্দোলন চলাকালে পুলিশের লাঠিচার্জে আহত হন নগরের ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ বাবুল কাজী।


তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ দিন পর মৃত্যু হয় তার। এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS