ভিডিও

বিল বকেয়া, আ. লীগ নেতার পাম্পের সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪, ০৪:০৯ দুপুর
আপডেট: আগস্ট ১৫, ২০২৪, ০৪:০৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সজিব রঞ্জন দাসের সিনথিয়া-সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুই কোটি ৩৭ লাখ টাকা বিল বকেয়া থাকায় বুধবার (১৪ আগস্ট) জালালাবাদ গ্যাসের সিলেট বিভাগের ডিজিএম মোশারফ হোসেন উপস্থিত থেকে এই গ্যাস পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করেন।

সিনথিয়া-সিএনজি ফিলিং স্টেশনের কাগজপত্রে মালিক সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সজিব রঞ্জন দাস। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটের ব্যাবসায়িক অংশীদার এবং সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের  সদস্য। পাম্পের কাছে তিন মাসের গ্যাস বিল বকেয়া রয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ গ্যাসের সুনামগঞ্জের আবাসিক ব্যবস্থাপক শফিকুল হক।

তিনি বলেন, ২০২১ সাল থেকে তিন মাসের গ্যাস বিল বকেয়া রেখে আসছিল সিনথিয়া-সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। বারবার তাগাদা দিয়েও বিল আদায় করতে পারিনি আমরা। বুধবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে এই পাম্পের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়া বিল পরিশোধ করার সঙ্গে সঙ্গে পুনরায় গ্যাস সংযোগ প্রদান করা হবে।

তবে পাম্পের ব্যবস্থাপক কাজল চন্দ্র দে বলেন, তিন মাসের নয়, জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ আমাদের কাছে দুই মাসের বিল পায়। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক মাসের বকেয়া বিল পরিশোধ করবো। আশা করি কর্তৃপক্ষ পাম্পের সংযোগ প্রদান করে সহযোগিতা করবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS