ভিডিও

যশোরে হামলার শিকার হলেন ফটো সাংবাদিক 

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ০৩:২২ দুপুর
আপডেট: আগস্ট ২০, ২০২৪, ০৩:২২ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:   যশোর শহরের মণিহার এলাকায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে হামলার শিকার হয়েছেন দৈনিক যুগান্তর ও সমাজের কথা’র ফটো সাংবাদিক হাসফিকুর রহমান পরাগ। 

সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ফটো সাংবাদিক হাসফিকুর রহমান পরাগ জানান, মণিহার এলাকায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করার প্রস্তুতি চলছিল। এসময় কয়েকজন যুবক মারামারি শুরু করেন। তাদের ছবি তুলছিলেন পরাগ। ছবি তোলা দেখে কয়কেজন যুবক লাঠিসোটা ও হাতুড়ি নিয়ে তেড়ে আসে। তারা ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে এলোপাতাড়ি মারপিট করে।

এসময় পরাগের ক্যামেরা ভাঙচুর করা হয়। এরপর কয়েকজন সহকর্মী এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে পরাগকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, এ ঘটনার পর বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ফটোসাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করছি। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS