ভিডিও

সিরাজগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে  হত্যা, ১ লাখ ৩০ হাজার টাকা লুট

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ১১:০৯ রাত
আপডেট: আগস্ট ২৩, ২০২৪, ১১:০৯ রাত
আমাদেরকে ফলো করুন

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :  সিরাজগঞ্জ সদর উপজেলার ক্রসবার-৩ এলাকায় নিজ বাড়িতে  হেদেজা  বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে বটি বা দা দিয়ে গলা কেটে হত্যা করে ১ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে  গেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের শিকার  হেদেজা  বেগম সদর উপজেলার চন্ডালবয়ড়া গ্রামের হাজী সোরহাব আলী মন্ডলের স্ত্রী। সংবাদ পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত হেদেজার স্বামী সোরহাব আলী মন্ডল জানান, যমুনার ভাঙনে বসতভিটা বিলীন হওয়ায় কিছুদিন আগে চায়নাবাঁধ এলাকায় আশ্রয় নিয়েছি। দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করি। প্রতিদিনের ন্যায় সকালে গাভীর দুধ বিক্রির জন্য শহরের চলে যাই। তখন আমার স্ত্রী বাড়ি একাই ছিল।

শহর থেকে বাড়িতে ফিরে এসে দেখি আমার ছেলের বউ বাড়িতে কান্না করছে। পরে বাড়িতে গিয়ে দেখি আমার স্ত্রীকে কে বা কারা গলা কেটে হত্যা করে ফেলে রেখেছে। তিনি আরও জানান, ঘরের ভিতরে ট্রাঙ্কে রাখা গরু বিক্রির ১ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। ধারনা করা হচ্ছে ওই টাকার জন্যেই স্ত্রীকে গলাকেটে হত্যা করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে  পৌছে প্রাথমিক সুরুতহাল শেষে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকান্ডের সাথে জড়িতদের  গ্রেফতার করে হত্যার রহস্য উদঘাটন করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS