ভিডিও

শুল্কমুক্ত সুবিধায় আনা ৩ এমপির বিলাসবহুল গাড়ি আটক 

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৫:২৮ বিকাল
আপডেট: আগস্ট ২৬, ২০২৪, ০৫:২৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  সংসদ সদস্য কোটায় শুল্কমুক্ত সুবিধায় আমদানিকৃত তিন সাবেক সংসদ সদস্যের তিনটি গাড়ি আটকে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। আমদানিকৃত গাড়ির মালিকরা এখন আর সংসদ সদস্য না থাকায় এগুলো ছাড়িয়ে নিতে স্বাভাবিক হাড়ে শুল্ক পরিশোধ করতে হবে বলে মোংলা কাস্টমস হাউজ সূত্র নিশ্চিত করেছে। 

সোমবার (২৬ আগস্ট) মোংলা কাস্টম হাউসের শুল্ক বিভাগের রাজস্ব কর্মকর্তা (আরও) মো. শাকিল আহম্মেদ জানান, ‘কারুজেন্ট অটো’ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান চলতি মাসের শুরুতে সাবেক সরকারের তিন এমপির নামে গাড়িগুলো আমদানি করেছে। আমদানি হওয়া ২০২৩ মডেলের পাল হোয়াউট (মুক্তা রং) প্রাডো ব্রান্ডের এ তিনটি গাড়ি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দিনাজপুর-১ আসনের মুহাম্মদ জাকারিয়া, টাঙ্গাইল-৮ আসনের অনুপম শাহজাহান জয় এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য নাসিমা জামান ববির। এসব গাড়ি ছাড়িয়ে নিতে এখন পর্যন্ত কেউ বিল অফ এন্ট্রি দাখিল করেননি। 

তিনি আরও জানান, যারা গাড়িগুলো আমদানি করেছিলেন তারা আর সংসদ সদস্য না থাকায় গাড়ি ছাড়িয়ে নিতে শুল্কমুক্ত সুবিধা পাবে না তারা। একেকটি প্রাডো গাড়ি আমদানি করা হয়েছিল ৯৯ লাখ টাকায়। নিয়মিত হারে শুল্ক দিতে গেলে একটি গাড়িরই দাম পড়বে ৯ কোটি টাকা। 

মোংলা কাস্টমস হাউজের কমিশনার মো. মাহাবুবুর রহমান বলেন, ৬ আগস্টের পর থেকে সংসদ সদস্য কোটায় শুল্কমুক্ত গাড়ি খালাসের সুযোগ নেই। বর্তমানে এ ধরনের গাড়ি খালাস করতে হলে শুল্ককর পরিশোধ সাপেক্ষে খালাস করতে হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS