ভিডিও

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রযুক্তি নির্ভর কৃষিতে সম্ভাবনা দেখাচ্ছে পলিনেট হাউজ

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৭:০৩ বিকাল
আপডেট: আগস্ট ২৭, ২০২৪, ১২:৫০ রাত
আমাদেরকে ফলো করুন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুরে দুই কৃষক স্বপ্ন দেখছেন পলিনেট হাউজে চাষাবাদ নিয়ে। তারা পলিনেট হাউজে উৎপাদিত ফসল ও বীজ বাজারজাত বাণিজ্যিকভাবে লাভবান হবেন বলে আশা প্রকাশ করেছেন।

তাদের ওই দুটি হাউজে টমেটো, ফুলের গাছসহ বিভিন্ন ধরণের বীজ রোপণ করা হয়েছে। এদিকে কৃষি বিভাগ জানিয়েছেন সম্ভাবনা এই প্রযুক্তি জলবায়ুর বিরূপ প্রভাব কাটিয়ে নিরাপদ সবজি ও বীজ উৎপাদন হচ্ছে এই পলিনেট হাউজের মাধ্যমে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউনিয়নের বংপুর এলাকার সাদিকুল ও শামিম রেজা দু'জনই সহায়তা পেয়েছেন রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্প থেকে পলিনেট হাউজ প্রকল্প থেকে। প্রণোদনা পেয়ে শুরু করেছেন চাষাবাদ।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি বিজ্ঞানের এই উদ্ভাবন টেকসই কৃষি ব্যবস্থাপনার নতুন রূপান্তর। পলিনেট হাউজ তৈরিতে ব্যবহার করা হয় বিশেষ ধরণের পলিথিন। যা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ক্ষতিকর রশ্মি প্রভাব পড়ে না। পোকামাকড় আক্রমণ তেমন করতে পারে না। গ্রিন হাউজের আদলে এটি তৈরি করা হয়েছে।

দেশি কৃষি ব্যবস্থার নতুন সংযোগ। শীতকালের সবজি ফসল যেমন গ্রীষ্মকালে উৎপাদন করা যাবে তেমনি গ্রীষ্মকালের ফসল শীতকালে উৎপাদন করা যাবে। পলিনেট হাউজে রোগবালাই আক্রমণ খুবই কম। জমির মান থাকে নিয়ন্ত্রণে।

সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোমিনুল ইসলাম বলেন, পলিনেট হাউস রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের। এই প্রকল্পের মাধ্যমে নিরাপদ শাকসবজি উৎপাদন ও উন্নতমানের চারা তৈরি করা হয়। অতিবৃষ্টি, খরা, শীতে যেসব ফসল মাঠে চাষ করতে পারে না, ওইসব ফসল এখানে করা সম্ভব।

টমেটো তাদের ভাল হয়েছে। পলিনেট হাউজে বিভিন্ন ধরনের বীজ তৈরি করে বিক্রি শুরু করেছেন। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, গোমস্তাপুরের কৃষিতে পলিনেট হাউজ আধুনিক প্রযুক্তির নতুন সংযোজন। প্রত্যাশা করছি, এটির মাধ্যমে কৃষি আরও এগিয়ে যাবে এবং নতুন নতুন কৃষি উদ্যোক্তা অনুপ্রাণিত হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS