ভিডিও

ফেনীতে একদিনে হাসপাতালে ভর্তি সাপে কাটা ২৪ রোগী

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ০৭:০৩ বিকাল
আপডেট: আগস্ট ২৯, ২০২৪, ০৭:০৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

ফেনীর কিছু স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দি লাখো মানুষ। এরই মধ্যে বেড়ে গেছে সাপের আক্রমণ। ফেনী জেনারেল হাসপাতালে একদিনে ২৪ জন সাপে কাটা রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ৭১ জন। বাড়ছে শ্বাসকষ্ট জনিত রোগীর সংখ্যাও।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. মোবারক হোসেন দুলাল।

তিনি বলেন, ‌‘বন্যায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আউটডোরে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসাসেবা নিচ্ছেন। সাপে কাটা রোগীসহ বিভিন্ন রোগে আক্রান্তরা হাসপাতালে আসছেন। যন্ত্রপাতি এবং ওষুধপত্র নষ্ট হয়ে যাওয়ায় হাসপাতালের ডায়ালাইসিস, প্যাথলজি, এক্স-রে ও ইসিজি সেবা বন্ধ রয়েছে।’

স্থানীয় সূত্র জানায়, স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনী জেনারেল হাসপাতালের নিচতলা পানিতে তলিয়ে যায়। এতে করে গত এক সপ্তাহ হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। হাসপাতালের করিডোরে, মেঝেতে ও বিভিন্ন ওয়ার্ডে ডাক্তারদের পাওয়া যাচ্ছে না অভিযোগ রোগী ও স্বজনদের।

এরই মধ্যে পানি কমায় বৃহস্পতিবার হাসপাতালের নিচতলায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের দোতলায় প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন দুজন চিকিৎসক ও দুজন সিনিয়র স্টাফ নার্স। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন দুই শতাধিক রোগী।

গত দুই দিন আগত রোগীর সংখ্যা সীমিত ছিল। পানি কিছুটা কমায় জরুরি বিভাগে রোগীদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে শহরের ডেডিকেটেড হাসপাতালে পাঠানো হচ্ছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS