ভিডিও

ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ১০:৪৯ রাত
আপডেট: আগস্ট ২৯, ২০২৪, ১০:৪৯ রাত
আমাদেরকে ফলো করুন

পঞ্চগড় ও তেঁতুলিয়া প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৯জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন শুকানী বিওপির গোলপদিগছ নামক স্থানে সীমান্তের ৭৩৯/৪ এস পিলার সংলগ্ন থেকে বিজিবির টহল দল তাদের আটক করে।

আটককৃতরা হলো- দিনাজপুরের খানসামা উপজেলার বিষ্ণপুর গ্রামের রমেশ দাস (৩৮, আরতী দাস (৩৪), পল্লব দাস (১২), সুশিল দাস (৩৯), পাতলী রানী দাস (৩৫), সুবর্ণা দাস (১৪), প্রান্ত দাস (১০), পরিমল দাস (২৮) এবং তেঁতুলিয়া উপজেলার গোলাপদিগছ গ্রামের সাইদুল (হনু)। পরে বিজিবি আটককৃতদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে।

এদিকে গতকাল বুধবার দিবাগত রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী বিজিবি বিওপির বিপরীতে ভারতের ১৫ বিএফএস ব্যাটালিয়ের অধীন মহাদেব বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করে।

আটককৃতরা হলো- ঠাকুরগাঁও জেলার ভূল্লি থানার কাউতাঠি গ্রমের নিমাই চন্দ্র বর্মন (৪২), পীরগঞ্জ উপজেলার থুমানিয়া গ্রামের সনাতন রায় (২৮), পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার কালপীর গ্রামের পরিতোষ রায় (২১) এবং নীলফামারী সদরের ডুবাছড়ি গ্রামের মালিন চন্দ্র রায়।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। পরে তাদের বোদা থানায় হস্তান্তর করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS