ভিডিও

রচনা প্রতিযোগিতায় ১ম হলেন জবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাঈদ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ১১:০০ রাত
আপডেট: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ১১:০০ রাত
আমাদেরকে ফলো করুন

জবি প্রতিনিধি: 'বাংলা ভাষা ও সংস্কৃতিতে বৈশ্বিক প্রভাব' শিরোনামে রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২য় ব্যাচের শিক্ষার্থী মো. সাইদুল ইসলাম সাঈদ। 

সাঈদ বলেন, বাংলা ভাষা আমাদের প্রাণ এবং বাংলার সংস্কৃতি আমাদের সম্পদ। এই প্রাণ সঞ্চারের সম্পদকে অমলিন রাখা আমাদের সামাজিক একইসাথে নৈতিক দায়িত্ব। 
আমাদের বাংলা ভাষা ও সংস্কৃতিতে বৈশ্বিক প্রভাবের কিছুটা ইতিবাচকতা থাকলেও বৃহৎ পরিসরে নেতিবাচক প্রভাবেই বেশি লক্ষণীয়। 
আমি রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আনন্দিত ও গৌরবান্বিত বোধ করছি। 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় সহ এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS