ভিডিও

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনার্স কোর্স বন্ধ

প্রকাশিত: মে ২৬, ২০২৪, ০৯:২৭ রাত
আপডেট: মে ২৬, ২০২৪, ০৯:২৭ রাত
আমাদেরকে ফলো করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চালু করা স্নাতক প্রোগ্রামসহ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদলয়ের আচার্য ও রাষ্ট্রপতি।

রবিবার (২৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। 

 

আদেশে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্নাতক প্রোগ্রাম চালু করা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করার জন্য অনুরোধ করা হলো।

গত বছর ২০২৩ সালের ২১ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস অনার্স কোর্সে ভর্তির আবেদনের বিজ্ঞপ্তিত দেয়। ওই বছরের ২৭ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু করে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় ক্লাস।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে প্রথমবারের মতো চারটি বিষয়ে অন-ক্যাম্পাস অনার্স কোর্সে ভর্তি করা হয়। বিষয়গুলো হচ্ছে— এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS