ভিডিও

প্রশ্নফাঁসের ঘটনায় পিএসসি’র তদন্ত কমিটি 

প্রকাশিত: জুলাই ০৯, ২০২৪, ০৩:৩৭ দুপুর
আপডেট: জুলাই ০৯, ২০২৪, ০৫:১০ বিকাল
আমাদেরকে ফলো করুন

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। সরকারি কর্ম কমিশনের যুগ্মসচিব ড. আব্দুল আলীম খানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্ত করে পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (৮ জুলাই) রাতে গঠন করা তিন সদস্যের কমিটির অন্য সদস্য হলেন, পিএসসি’র পরিচালক দিলাওয়েজ দুরদানা। আর তদন্ত কমিটির সদস্য সচিব করা হয়েছে পিএসসি’র পরিচালক মোহাম্মদ আজিজুল হককে।আজ মঙ্গলবার (৯ জুলাই) পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের ‘উপসহকারী প্রকৌশলী’ পদসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসি’র দুই উপ-পরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS