ভিডিও

আমি শিল্পীদের মধ্যে স্পষ্ট বিভাজন লক্ষ্য করছি: মামুনুর রশীদ

প্রকাশিত: সেপ্টেম্বর ০৬, ২০২৪, ১২:৪৮ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ০৬, ২০২৪, ০১:৩২ দুপুর
আমাদেরকে ফলো করুন

‘আলো আসবেই’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে তারকাদের কথোপকথন নিয়ে মুখ খুলেছেন বর্ষীয়ান অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ।

সংবাদামাধ্যমে এ প্রসঙ্গে তিনি বলেন, একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে। সেখানে তারকারা যেসব মন্তব্য করেছেন তা অনভিপ্রেত মনে করি। এমন মন্তব্য শিল্পীর উক্তি হতে পারে না। তাই তাদের কথার দায়িত্ব তাদেরই নিতে হবে। আমি মনে করি ‘আলো আসবেই’ গ্রুপের সদস্যদের ক্ষমা চাওয়া উচিত।

মামুনুর রশীদ আরও বলেন, গ্রুপে শিল্পীরা যেভাবে কথা বলেছেন তাতে তারা দায়িত্বশীলতার পরিচয় দেননি। এ ঘটনায় আমি শিল্পীদের মধ্যে স্পষ্ট বিভাজনও লক্ষ্য করছি, যা অত্যন্ত বেদনাদায়ক। স্ক্রিনশটগুলো ফাঁস হওয়ায় অভিনয়শিল্পীদের ফোন নম্বরও ফাঁস হয়েছে। এ কারণে অনেকে হয়রানির শিকার হচ্ছে। এটাও ঠিক নয়।

এ সময় দুঃখ প্রকাশ করে কিংবদন্তি এ অভিনেতা বলেন, এর সমাধান যে কী হবে সেটা বুঝতে পারছি না। এতদিন পরে এই কথাগুলো তুলে আরও বিভাজন সৃষ্টি করাও উচিত নয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS