ভিডিও শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪

হানিয়া আমিরের সঙ্গে নিজেকে তুলনা করে ট্রলের শিকার লুবাবা

হানিয়া আমিরের সঙ্গে নিজেকে তুলনা করে ট্রলের শিকার লুবাবা

শিশুশিল্পী সিমরিন লুবাবা। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছে, নিয়মিত কাজ করেছে বিজ্ঞাপনেও। তবে হরহামেশাই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা ট্রল করে থাকেন। 

ট্রল করার কারণে সাবেক গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশীদ ওরফে ডিবি হারুনের সঙ্গে দেখা করে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছিল লুবাবা। এরপরে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় হারুন আংকেল বলতে গিয়ে ‘হাউন আংকেল’ উচ্চারণ করেন। এরপর থেকে ব্যাপকভাবে ট্রল হতে থাকেন লুবাবা। অনেকেই তাকে দেখলেই হাউন আংকেল বলতে থাকেন।

আবারও পুরবো রূপে দর্শকমহরে ধরা দিয়েছেন এ শিশুশিল্পী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের বেশকিছু ছবি হাজার মাইল দূরত্ব ঘুচিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝে প্রশংসিত হয়েছে।

এদিকে হানিয়ার সঙ্গে নিজেকে তুলনা করে একটি ২০ সেকেন্ডের ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন লুবাবা। লুবাবা ক্যাপশনে লিখেছেন, ‘আমি নাকি দেখতে হানিয়া আমির এর মতো। আসলেই কি তাই?’। ভিডিওতে দেখা যায়, হানিয়ার কিছু ভিডিও ক্লিপের সঙ্গে তার ভিডিও জুড়ে দিয়েছে।

আরও পড়ুন

নেটিজেনরা কমেন্ট বক্সে বেশ সমালোচনা করেছেন। মিশিকা লিখেছেন, ‘লুবাবা দেখতে মাশা-আল্লাহ খুব সুন্দর ঠিক আছে, এমনিতে হানিয়া আমিরের সাথে মিলেও যায় কিন্তু লুবাবার হানিয়া আমিরের মতো ডিম্পল আর ব্রেইন নাই।’

মো. রুবেল মিয়া কটাক্ষ করে বলেন, ‘কোথায় পাকিস্তান আর কোথায় গুলিস্তান।’ সজীব দাস অনুভবের ভাষ্য, ‘তুমিও খুব সুন্দর, কিন্তু একটু আগে পেকে গেছো। সঠিক বয়সে নিজেকে প্রকাশ করতা আরও প্রশংসা হতো।‘

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ‘স্পার্ক গিয়ার’ শো-রুমে ২০ হাজার টাকা জরিমানা

জবি ছাত্রী হলের প্রভোস্ট হলেন অধ্যাপক ড. আঞ্জুমান আরা

বগুড়ায় বর্নাঢ্য আয়োজনে সূর্য পূজা পালিত | Surya Puja | Chhath Puja | Bogura | Daily Karatoa

বিশ্ববিদ্যালয় সংস্কারে জবি ছাত্রদলের ২১ প্রস্তাবনা

হারিয়ে যাওয়া ফুপাতো ভাইয়ের সন্ধান চান জবি শিক্ষার্থী

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি জবি অধ্যাপক পেয়ার আহমেদ