ভিডিও

দুই সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত অপু বিশ্বাস

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০৪:০৬ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০৪:০৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর পরপর দুই সপ্তাহে দুটি ছবি মুক্তি পাচ্ছে নায়িকা অপু বিশ্বাসের। গত শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ট্র্যাপ: দ্য আনটোল্ড স্টোরি’। ভালোবাসা দিবস উপলক্ষ্যে আগামী সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে ‘ছায়াবৃক্ষ’। ছবি দুটির প্রচার নিয়ে এখন বেশ ব্যস্ত অপু।

‘ট্র্যাপ’ ছবির দর্শক সাড়া কেমন, তা জানতে গত শুক্রবার বিকেলে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ছুটে যান অপু। দ্বীন ইসলাম পরিচালিত ছবিটি সাইবার অপরাধ নিয়ে তৈরি। ছবিতে তার নায়ক জয় চৌধুরী। এর ঠিক পরে তিনি আসেন এফডিসিতে, ‘ছায়াবৃক্ষ’ ছবির মুক্তি উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন। বন্ধন বিশ্বাস পরিচালিত ছবিটিতে অপু অভিনয় করেছেন নিরবের বিপরীতে। নিরব ও জয় চৌধুরী এই দুই নায়কের বিপরীতে এর আগেও পর্দা ভাগাভাগি করেছেন অপু।

১৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘ছায়াবৃক্ষ’। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানের ছবিটি চা-শ্রমিকদের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে। ২০২০ সালের নভেম্বরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চা-বাগানে ছবিটির শুটিং শুরু হয়। পরের বছর শ্রীমঙ্গলে শুটিং হয়। এই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সময় চরিত্রটির জন্য পরিচালকের পরামর্শে ওজন কমানোর যুদ্ধে নেমেছিলেন তিনি। 

অপু বলেন, ‘দীর্ঘদিন ধরে ওজন কমাব কমাব বলে আসছিলাম, কিন্তু করোনার কারণে কোনো শুটিং না থাকায় চাপ বোধ করিনি। সময়ও হচ্ছিল না। শুটিংয়ের তারিখ চূড়ান্ত হওয়ার পর বাধ্য হয়ে ওজন কমানোর যুদ্ধ শুরু করি। এই যুদ্ধে সফলও হই।’

অনেকেই মনে করছেন, বিরতির পর দুই সপ্তাহে পরপর দুটি সিনেমা মুক্তি না পেলেও ভালো হতো। অপু অবশ্য এসব নিয়ে ভাবছেন না। তিনি মনে করেন, পরপর দুই সপ্তাহে সিনেমা মুক্তি অভিনয়শিল্পীদের জন্য নতুন কিছু নয়। কেউবা মনে করছেন, এটা সুসময়ও। তবে অপু বললেন এভাবে, ‘সুসময় কাটাচ্ছি কি না, জানি না। তবে ভালো লাগছে নতুন বছরটা নতুনভাবে শুরু করতে পেরে। আরও ভালো লাগছে নতুন দুটি সিনেমা একই মাসে মুক্তি পাচ্ছে বলে। দুটি সিনেমার গল্পই খুব সুন্দর। আমার বিশ্বাস, সবার ভালো লাগবে।’

গত বছর ‘লাল শাড়ি’ দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন অপু বিশ্বাস। সে ছবিতে তার অভিনয় প্রশংসা কুড়ায়। এদিকে নতুন বছরে আরও একটি নতুন পরিচয়ে হাজির হয়েছেন তিনি, আত্মপ্রকাশ করেছেন ব্যবসায়ী হিসেবে। কথায় কথায় অপু জানান, তার প্রযোজিত প্রথম সিনেমায় ভালো সাড়া পাওয়ায় ভবিষ্যতে তাকে আবারও এ ভূমিকায় দেখা যাবে। তিনি বলেন, ‘লাল শাড়ি’ মুক্তির পর যেভাবে দর্শকেরা সমর্থন দিয়েছেন, তাতে নিজেকে সৌভাগ্যবতী বলতেই হবে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS