ভিডিও

সুস্থ হয়ে শুটিংয়ে মিঠুন চক্রবর্তী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০২:১৫ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০২:১৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে বিশ্রামে ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। গতকাল সোমবার ফিরেছেন ‘শাস্ত্রী’ সিনেমার শুটিংয়ে।

গত ১০ ফেব্রুয়ারি সিনেমার শুটিং চলাকালীন অসুস্থবোধ করেন অভিনেতা। পরে সেখান থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকরা জানান, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে ১২ ফেব্রুয়ারি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পান অভিনেতা। এদিকে প্রথমে কথা ছিল ২২ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু করবেন মিঠুন।

কিন্তু হাসপাতালে থাকার জন্য দু’দিন শুটিং করতে পারেননি অভিনেতা। তাই কথা দিয়েছিলেন ১৯ ফেব্রুয়ারি থেকে তিনি ফ্লোরে ফিরবেন। কথা রাখলেন মিঠুন। মিঠুনের অসুস্থতার খবরে সোহম চক্রবর্তী প্রযোজিত এই সিনেমার শুটিং নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সোমবার অভিনেতার প্রত্যাবর্তনে ইউনিটের প্রত্যেকের মুখেই হাসির ঝলক। প্রথম দিন অভিনেতা যেমন চেয়েছেন সেভাবেই শুটিং করা হয়েছে। প্রয়োজনে তাকে বিশ্রামও দেওয়া হয়েছে। মিঠুনকে নিয়ে পুনরায় সিনেমার শুটিং শুরু করতে পেরে খুশি পরিচালক পথিকৃৎ বসু।

মিঠুনের সঙ্গে ফ্লোরে ছিলেন অভিনেতা রজতাভ দত্ত। মিঠুন ফ্লোরে ফিরে প্রচণ্ড খুশি। প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন। এদিন সবার কেমন কেটেছে তার খোঁজখবর নিয়েছেন। অভিনেতার অসুস্থতার পর নির্মাতাদের নতুন করে শুটিং শিডিউলের পরিকল্পনা করতে হয়েছে। আগামী ১ মার্চ পর্যন্ত চলবে ছবির শুটিং। আগামী দুর্গা পূজায় ‘শাস্ত্রী’ মুক্তি পাওয়ার কথা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS