ভিডিও

মৃত্যুর ৪৪ বছর পর অভিনয়ে উত্তম কুমার

প্রকাশিত: মার্চ ০২, ২০২৪, ০২:৩২ দুপুর
আপডেট: মার্চ ০২, ২০২৪, ০২:৩২ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : নির্মাতা সৃজিত মুখার্জি নতুন একটি ছবি বানিয়েছেন যেটাতে উত্তম কুমার অভিনয় করছেন! সেটাও কিনা মৃত্যুর ৪৪ বছর পর! এমন অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ফেলেছেন নির্মাতা। শুক্রবার (১ মার্চ) সেটার ঝলকও এলো সামনে।

ছবির নাম ‘অতি উত্তম’। এতে অভিনয় করেছেন অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য, গৌরব চ্যাটার্জি, শুভাশিস মুখার্জি, লাবনী সরকার প্রমুখ। তবে বিশেষ কায়দায় হাজির হয়েছেন উত্তম কুমার। তাও একটি-দুটি দৃশ্যে অতিথি হয়ে নয়, বরং গোটা ছবিতে মূল চরিত্রের মতোই। যেটা সম্ভব হয়েছে প্রযুক্তির সুবাদে। প্রকাশ্যে আসা ট্রেলারে দেখা যায়, এক যুবক উত্তম কুমারের অন্ধ ভক্ত। প্রিয় নায়কের ওপর পিএইচডি করছে। এই গবেষণা করতে করতেই একসময় উত্তম কুমার তার সামনে হাজির হয়। বিভিন্ন সময়ে, বিভিন্ন রূপে সামনে এসে কথা বলে, পরামর্শ দেয়। কিন্তু মজার ব্যাপার হলো, এক পর্যায়ে ভক্তের প্রেমিকাই উত্তমের প্রেমে পড়ে যায়!

ছবিটি নিয়ে নির্মাতা সৃজিত মুখার্জি ভারতীয় গণমাধ্যমকে আগেই বলেছেন, ‘এই ছবির একটি চরিত্র উত্তম কুমার। তিনি মহানায়ক হয়েই আসেন, কথা বলেন। এক ভক্তর কাছে আসেন তিনি এবং তার জীবনের প্রেমঘটিত সমস্যা সমাধান করে দেন। এটাই গল্পের নির্যাস। ছবিতে উত্তম কুমারের চরিত্রে কোনও অভিনেতা অভিনয় করেননি বরং তিনি স্বয়ং অভিনয় করেছেন।’ সৃজিত জানান, তিন বছর ধরে এই ছবির চিত্রনাট্য তৈরি করেছেন তিনি। এতে উত্তম কুমার অভিনীত বিভিন্ন ছবির অংশবিশেষ ফুটেজ হিসেবে ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে ভিএফএক্সের কাজেও দিতে হয়েছে প্রচুর সময়।

এদিকে ট্রেলারটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তিনি এর লিংক পোস্ট করে সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘অতীতের ফুটেজ ব্যবহার করে কোনও অভিনেতার প্রধান চরিত্রে এই প্রথম সিনেমা হলো। উত্তম কুমারের প্রতি দারুণ নিবেদন। অতি উত্তম।’  

ট্রেলারের সঙ্গে ‘অতি উত্তম’ ছবির মুক্তির বার্তাও দেওয়া হয়েছে। আগামী ২২ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। ফলে মৃত্যুর ৪৪ বছর পর ফের বড় পর্দায় নতুন ছবিতে দেখা যাবে মহানায়ক উত্তম কুমারকে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS