ভিডিও

‘মোনা: জ্বীন-২’ সিনেমা দেখে অসুস্থ হলে বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা

প্রকাশিত: মার্চ ২১, ২০২৪, ০৪:৫৪ দুপুর
আপডেট: মার্চ ২১, ২০২৪, ০৬:০২ বিকাল
আমাদেরকে ফলো করুন

নতুন এক ভৌতিক মুভি নিয়ে হাজির হয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। বছরখানেক আগে ‘জ্বীন’ সিনেমা মুক্তি দিয়ে প্রচারের অংশ হিসেবে লাখ টাকা পুরস্কার জেতার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। 

তারই ধারাবাহিকতায় এবার ভৌতিক গল্পের সিনেমা ‘মোনা: জ্বীন-২’ একা দেখতে পারলেও লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। শুধু পুরস্কারের ঘোষণাতেই ক্ষান্ত হয়নি। এবার তারা জানালেন, সিনেমা দেখতে গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তার জন্য থাকছে ফ্রি চিকিৎসা ব্যবস্থা। 

বৃহস্পতিবার (২১ মার্চ) প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, আপনার ইতোমধ্যে জানেন সুরাইয়া তাবাসসুম- আগামীকাল ২২শে মার্চ, ২০২৪, শুক্রবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে (ইফতারের পরে) একা ‘মোনা: জ্বীন-২’ সিনেমাটি দেখবে। সে সময় তার জন্য থাকবে একজন ডাক্তার। 

এই সিনেমা দেখতে আসা বাকি দর্শকদের জন্যও চিকিৎসার ব্যবস্থা থাকবে জানিয়ে ওই পোস্টে আরও বলা হয়, আমরা সম্প্রতি বিশ্বখ্যাত মেডিকেল চেইন সেডোনা’র সাথে চুক্তি করেছি। তারা ডাক্তার পাঠাবে সুরাইয়া তাবাসসুমের জন্য। 

এই প্রতিষ্ঠানের সঙ্গে কী কী চুক্তি হয়েছে তা উল্লেখ করে জাজ লিখেছে,  ‘মোনা: জ্বীন-২’ সিনেমা দেখে যদি কেউ অসুস্থ হয় বা কোন প্রকার সমস্যা হয়, তাহলে তার ফ্রি চিকিৎসা দেওয়া হবে। জাজ-এর রেফারেন্সে কেউ সেডোনা’তে সেবা নিতে গেলে তাকে ৫০ পারসেন্ট ছাড় দেওয়া হবে। 

সবশেষ জাজ মাল্টিমিডিয়া দাবি করে, আমরা চুক্তিটি বিশ্বব্যাপী করেছি। কারণ ‘মোনা: জ্বীন-২’ বিশ্বব্যাপী মুক্তি দেয়ার চেষ্টা করছি। আজ আমরা বিশ্বের বিভিন্ন ডিস্ট্রিবিউটরদের কাছে সিনেমাটি পাঠিয়েছি। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS