ভিডিও

‘মায়া জীবন’-এ আছেন অপর্ণা ঘোষ, তবে...

প্রকাশিত: মার্চ ২১, ২০২৪, ০৭:৪৫ বিকাল
আপডেট: মার্চ ২১, ২০২৪, ০৯:০২ রাত
আমাদেরকে ফলো করুন

অভি মঈনুদ্দীন : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুনী অভিনেত্রী অপর্ণা ঘোষ বিয়ের পর জাপানেই বসবাস করছেন স্বামীর সঙ্গে। ২০২২ সালে তার মা হঠাৎ অসুস্থ হয়ে যাবার পর তিনি দ্রুত দেশে আসেন। বেশকিছুদিন তার মা একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মা’য়ের হঠাৎ মৃত্যুর পর ভীষণ ভেঙ্গে পড়েছিলেন অপর্ণা ঘোষ। পরবর্তীতে আবার জাপান চলে যান তিনি। তবে অপর্ণা’র সান্ত্বনা এতোটুকু যে তিনি তার মায়ের মৃত্যুর আগে তার নিজের কাজের স্বীকৃতি স্বরূপ তার মায়ের হাতে ২০২২ সালের মা দিবস-এ ‘গরবিনী মা’ সম্মাননা তুলে দিতে পেরেছিলেন। রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ আয়োজিত ‘গরবিনী মা সম্মাননা ২০২২’-এ ভূষিত হয়েছিলেন অপর্ণা’র মা। নিজে যেমন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়ে ভীষণ খুশী হয়েছিলেন অপর্ণা তার চেয়েও যেন মায়ের হাতে ‘গরবিনী মা’ সম্মাননা তুলে দিতে পেরে ভীষণ খুশী হয়েছিলেন অপর্ণা।

এরই মধ্যে অপর্ণা জানান অষ্ট্রেলিয়ার সিডনীতে একটি নাটকের কাজ শেষ হয়েছে। তবে তাতে তিনি অভিনয় করেননি। অভিনয় না করেও কীভাবে আছেন তিনি, তা জানতে হলে নাটকটি প্রচারের সময় দেখতে হবে। নাটকের নাম ‘মায়া জীবন’। নাটকটি মাজনুন মিজানের গল্প ও পরিচালনায় অপর্ণা ঘোষ । এতে তিনি মাজনুন মিজানের স্ত্রীর ভূমিকায় আছেন। আগামী ঈদে একটি চ্যানেলে প্রচার হবে নাটকটি। অপর্ণার মিডিয়াতে পথচলা শুরু ২০০৬ সাল থেকে। তার অভিনীত প্রথম সিনেমা ছিলো মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপর তাকে ‘মৃত্তিকা মায়া’,‘ মেঘমল্লার’, ‘সুতপার ঠিকানা’,‘ গণ্ডি’, ‘ভুবন মাঝি’ সিনেমায় অভিনয়ে দেখা গেছে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS