ভিডিও

নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের উদ্বোধক রোজিনা

প্রকাশিত: মে ০৭, ২০২৪, ০৮:১৭ রাত
আপডেট: মে ০৭, ২০২৪, ০৮:১৭ রাত
আমাদেরকে ফলো করুন

অভি মঈনুদ্দীন : বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের অনুপ্রেরণা দিতে ‘সম্পূর্ণা বাংলাদেশ’-এর উদ্যোগে এর আগে নারীদেরকে সম্মাননা প্রদান করেছিলো সংগঠনটি। এই সংগঠনের প্রতিষ্ঠাতা সুব্রত দে এবং এর সভাপতি স্বর্ণলতা দেবনাথ। দ্বিতীয়বারের মতো আগামী ১২’মে রবিবার রাজধানীর শিল্পকলা একাডেমি’র জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বিকেল তিনটায় ‘গ্রীন-ই সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘সম্পূর্ণা বাংলাদেশ’র সভাপতি স্বর্ণলতা দেবনাথ।

স্বর্ণলতা জানান, এবারের আয়োজনের উদ্বোধক হিসেবে থাকবেন চলচ্চিত্রের নন্দিত নায়িকা, প্রযোজক, পরিচালক রোজিনা। ‘সম্পূর্ণা বাংলাদেশ’ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে গত সোমবারই নিশ্চিত করেছেন রোজিনা। রোজিনা বলেন,‘ সত্যি কথা বলতে কী এখন নানান ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাবার নিমন্ত্রণ পাই। কিন্তু সবধরনের অনুষ্ঠানে যাবার আগ্রহ জন্মায়না। সুব্রত এবং স্বর্ণলতা যখন আমাকে সম্পূর্ণা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য বিস্তারিত তুলে ধরলেন, তখন আমারও ভীষণ আগ্রহ জন্মালো নারীদেরকে সম্মাননা প্রদানের এই আয়োজনকে ঘিরে। আইডিয়াটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর যেহেতু অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে, তাই ভীষণ সম্মানীত বোধও করেছি। যে কারণে সুব্রত এবং স্বর্ণলতা’কে এ বিষয়ে কনর্ফাম করে দিয়েছি। আশা করছি তাদের এই আয়োজনটি বেশ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। অনেক অনেক শুভ কামনা সম্পূর্ণা বাংলাদেশ’র জন্য।’

উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননায় ভূষিত হবেন মিলি বাশার, জ্যোতিকা জ্যোতি, লিখন রউফ, মালিহা রশিদ, কাকলী কলি, শাহরিনা দেলোয়ার, অণিমা রায়, শবনম ফারিয়া’সহ আরো অনেকে। সংগঠনের সভাপতি স্বর্ণলতা দেবনাথ বলেন,‘ প্রথম বছরের আয়োজনে আমরা যে সাড়া পেয়েছিলাম, তাতেই মূলত ভীষণ অনুপ্রাণিত হয়েছি। এ বছর যারা আমাদের আহ্বানে সাড়া দিচ্ছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমরা চেষ্টা করছি বিভিন্ন সেক্টরের সফল নারীদেরকে সমান গুরুত্ব দিয়ে সম্মাননা প্রদান করতে।’

সুব্রত দে বলেন, ‘ শ্রদ্ধেয় রোজিনা আপা’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এ কারণেই যে অল্প সময়ের নোটিশে যে তিনি আমাদের অনুষ্ঠানে আসার জন্য সদয় অনুমতি দিয়েছেন। আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধেয় সেলিনা হোসেন আপার প্রতিও। ধন্যবাদ যারা অনুষ্ঠানে আসবেন সম্মাননা গ্রহন করতে, কারণ সবাই যার যার ব্যস্ত সময়টা থেকে ছুটি নিয়ে এই আয়োজনে আসবেন। সম্পূর্ণা বাংলাদেশ-আগামীতে আরো বড় পরিসরে আরো বেশি বেশি সফল নারীদের সম্মাননা প্রদানের স্বপ্ন দেখে। আমি আর স্বর্ণলতা সেই স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছি।’ 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS