ভিডিও

ঈদের নাটক ‘অবিরাম দেবদাস’-এ নাসিম-মম

প্রকাশিত: জুন ০৮, ২০২৪, ০৫:২৫ বিকাল
আপডেট: জুন ০৮, ২০২৪, ০৫:২৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

অভি মঈনুদ্দীন : একটা সময় শিক্ষকতার মতো মহান পেশার সাথে সম্পৃক্ত ছিলেন নন্দিত অভিনেতা আহসান হাবিব নাসিম। পরবর্তীতে যখন শিক্ষকতা পেশা ছেড়ে অভিনয়ে পুরোপুরি মনোযোগী হলেন তখন অনেকেই এমন বলেছিলেন, শিক্ষকতা না ছাড়লেও পারতেন নাসিম। কিন্তু বিষয়টা এমন যে অভিনয় এমনই এক পেশা, তাতে সময় দিতে হয় প্রচুর। যে কারণে সেই সময় শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে ভুল করেননি নাসিম। শিক্ষকতা পেশা ছেড়ে দিতে পেরেছিলেন বলেই নাসিম হয়ে উঠেছেন আজকের নন্দিত অভিনেতা।

এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ভার্সেটাইল অভিনেত্রী জাকিয়া বারী মম, অভিনয়ে এখন অনেকটাই পরিণত। বহুমাত্রিক চরিত্রে তার অনবদ্য আর দুর্দান্ত অভিনয় দর্শককে মুগ্ধ করে। যেকোনো চরিত্রে মম নিজেকে মানিয়ে নিয়ে অভিনয়টাই শতভাগ করে যাবার চেষ্টা করেন। আগামী ঈদে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য বদরুল আনাম সৌদের গল্পে  ও মেধাবী নাট্যনির্মাতা যুবরাজ খানের পরিচালনায় আহসান হাবিব নাসিম ও জাকিয়া বারী মম অভিনয় করেছেন ‘অবিরাম দেবদাস’ শিরোনামের একটি নাটকে। এই নাটকের শুটিং সম্পন্ন হয়েছে শ্রীমঙ্গলের নানান লোকেশনে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আহসান হাবিব নাসিম বলেন,‘ অবিরাম দেবদাস-নাটকের গল্পটা দারুণ। নাট্যকারের লেখার প্রশংসা করতেই হয়। আর যুবরাজ খান প্রচণ্ড আত্নবিশ্বাস নিয়ে কাজ করেন বিধায় তার কাজের ধরন আলাদা হয়, কাজও হয় বেশ গুছানো পরিপাটি। মম নিঃসন্দেহে একজন গুনী অভিনেত্রী। একজন পরিণত অভিনেত্রী। এক কথায় চমৎকার অভিনয় করে। এই নাটকে আমরা দু’জন স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। আমাদের দু’জনের মধ্যে কাজের বোঝপড়াটা চমৎকার। কারণ এর আগেও আমরা একসঙ্গে কাজ করেছি।’

নাসিম ও মম সর্বশেষ রশীদুল হক পাশার নির্দেশনায় ‘গন্তব্যহীন’ নাটকে অভিনয় করেছেন। মম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে খিঁজির হায়াত খান পরিচালিত ‘ওরা সাতজন’ সিনেমাটি। এতে অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছেন মম। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS