ভিডিও

‘প্রাণ’র ব্র্যাণ্ড অ্যাম্বাসেডর সুইটি নতুন নাটকে...

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪, ০৭:৩৩ বিকাল
আপডেট: জুলাই ১৩, ২০২৪, ০৭:৩৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

অভি মঈনুদ্দীন : বাংলাদেশের নন্দিত মডেল ও অভিনেত্রী তানভীন সুইটি ‘প্রাণ গুড়া মসলা’র ব্র্যাণ্ড অ্যাম্বাসেডর হয়েছেন। প্রাণ গুড়া মসলার নতুন চারটি বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছেন। এরইমধ্যে বিজ্ঞাপনগুলোর শুটিং সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনগুলো নির্মাণ করেছেন এমডি ইনহাজ উদ্দিন শোয়েব।

এরই মধ্যে সুইটি নতুন একটি খণ্ড নাটকেও অভিনয় করেছেন। চয়নিকা চৌধুরী পরিচালিত ও ফারিয়া হোসেন রচিত ‘বারান্দায় বিকেল’ শিরোনামের একটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। বেশ কিছুদিন বিরতির পর চয়নিকা চৌধুরীর নির্দেশনায় কোনো নাটকে অভিনয় করেছেন তানভীন সুইটি। প্রাণ’র ব্র্যাণ্ড অ্যাম্বাসেডর এবং নতুন নাটক প্রসঙ্গে তানভীন সুইটি বলেন,‘ প্রাণ’র ব্র্যাণ্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি বেশ আগ্রহ নিয়ে। ধন্যবাদ জানাই আমাকে যারা এই কাজের সাথে সম্পৃক্ত করেছেন তাদের প্রত্যেককে। এরইমধ্যে নতুন চারটি বিজ্ঞাপনের দুটো প্রচারে এসেছে। দুটোর জন্যই বলা যায় অভূতপূর্ব সাড়া পাচ্ছি। বিশেষত আমার পরিচিতজনেরা দুটো বিজ্ঞাপনেরই প্রশংসা করছেন। সত্যি বলতে কী বিজ্ঞাপনে কাজ করার ভালো লাগাটা আসলে অন্যরকম। কেমন যেন কাজ শেষে মনে ভীষণ প্রশান্তি কাজ করে। আর চয়নিকা দিদির নির্দেশনাতে এর আগেও নাটকে অভিনয় করা হয়েছে আমার। ফারিয়া আপার গল্প সবসময়ই আমার কাছে ভীষণ ভালো লাগার। তিনি সবসময়ই ভীষণ যত্ন নিয়ে জীবন থেকে নাটকের গল্প রচনা করেন। তার রচিত বহু গল্প নিয়ে নাটক নির্মিত হয়েছে যা দর্শকের কাছে ভীষণ প্রশংসিত হয়েছে। এই নাটকটির গল্পও এক কথায় পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বসে উপভোগ করার মতো।’

সুইটি জানান, কিছুদিন আগে তিনি প্রাণের আরো একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এদিকে দীপ্ত টিভিতে প্রচার চলতি গোলাম মুক্তাদীর শান পরিচালিত ‘দেনা পাওনা’ ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন তানভীন সুইটি। বহু টিভি নাটকে অভিনয় করে সুইটি দর্শকের ভালোবাসায় সমাদৃত হয়েছেন। আবার মঞ্চ  নাটকেও তিনি দর্শকের প্রশংসা কুঁড়িয়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য মঞ্চ নাটক হচ্ছে ‘মেরাজ ফকিরের মা’,‘ পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘তোমরাই’,‘ এখনো কৃতদাস’,‘ মুক্তি’ ইত্যাদি। আবু সাইয়ীদের ‘বাঁশি’ সিনেমাতে অভিনয় করে তিনি বেশ প্রশংসা কুঁড়িয়েছিলেন। সর্বশেষ তিনি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত সিনেমা ‘আগস্ট ১৯৭৫’-এ অভিনয় করেছেন। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS