ভিডিও

কঙ্গনার বিরুদ্ধে ৫৬ কোটি টাকার মামলা

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০৭:৩৯ বিকাল
আপডেট: আগস্ট ১০, ২০২৪, ০৭:৩৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক:  রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার ও ধর্মীয়ভাবে কটাক্ষ করার অভিযোগে অভিনেত্রী কঙ্গনা রানাউয়াতের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী নরেন্দ্র মিশ্র কঙ্গনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। অভিনেত্রীর বিরুদ্ধে ৫৬ কোটি টাকারও বেশি মামলা করা হয়েছে।

দাদু মুসলিম, দিদা পারসি, মা খ্রিস্টান সহ রাহুল গান্ধীকে জাত তুলে ‘জগাখিচুড়ি’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। শুধু তাই নয়, কংগ্রেস নেতাকে উপহাস করতে গিয়ে তার বিকৃত ছবি শেয়ার করেও আক্রমণ করেছিলেন। যেখানে রাহুল গান্ধীর মাথায় ফেজ টুপি, কপালে হলুদ তিলকের সঙ্গে গলায় খ্রিস্টধর্মের ‘ক্রস’ লকেট ঝুলতে দেখা গিয়েছিল। আইনজীবী নরেন্দ্র মিশ্রার দাবি, একজন সংসদ সদস্য হয়েও কারো অনুমিত না নিয়ে রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে কঙ্গনা রানাউয়াত তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন করেছেন। এতে গান্ধী পরিবারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এরই মধ্যে কঙ্গনাকে নোটিস পাঠানো হয়েছে বলেও জানান তিনি। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS