ভিডিও

ওপার বাংলার ঘটনায় গানে-সুরে প্রতিবাদী সায়ান

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪, ০৩:১৭ দুপুর
আপডেট: আগস্ট ১৮, ২০২৪, ১২:৩৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : অন্যায়ের বিরুদ্ধে বরাবরই সোচ্চার সংগীতশিল্পী সায়ান। দেশ পেরিয়ে এই সংগীতশিল্পী এবার প্রতিবাদ করলেন কলকাতার চিকিৎসক ধর্ষণ হত্যাকান্ডের ঘটনায়। সেখানে ঘটা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সংহতি জানিয়েছেন বাংলাদেশের এই শিল্পী।সায়ান গানে ও সুরে বলেছেন, এই মেয়ে শোন এই রাত এই ভোর/ যতখানি পুরুষের তারও বেশি তোর/ এই মেয়ে শোন তুই আকাশের গায়ে/ গভীর রাতেও হেঁটে যাস খালি পায়ে/ এ পাড়ার ও পাড়ার রাস্তার মোড়/ যতখানি পুরুষের তারও বেশি তোর...। সায়ান গানের ফাঁকে নিজ বয়ানেও বলেছেন, ‘আমি চাই পৃথিবীর সকল পথ সকল নারীদের জন্য উন্মুক্ত ও নিরাপদ হোক। কলকাতায়ে নির্মম ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করে গেলাম।’ 

এদিকে ‘জাস্টিস ফর আর জি কর’ গানটি ১৩ আগস্ট প্রকাশ করেন সায়ান। এরমধ্যে শুধু ফেসবুক পেজে ৫ লাখের বেশিবার প্লে হয়েছে গানটি। মন্তব্যের ঘরে অসংখ্য প্রশংসা আর কৃতজ্ঞতার প্রতিধ্বনি। যার বেশিরভাগই পশ্চিমবঙ্গ থেকে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS