ভিডিও

বন্ধ গাজার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ১০:৪৭ রাত
আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১২:১০ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বাহিনীর অভিযানের পর বন্ধ রাখা হয়েছে গাজা উপত্যকার দ্বিতীয় বৃহত্তম নাসের হাসপতাল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আজ রোববার এ কথা জানিয়েছেন। খবর রয়টার্স।

মুখপাত্র আশরাফ আল-কিদরা রয়টার্সকে বলেছেন, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে বর্তমানে মাত্র চারজন চিকিৎসাকর্মী রোগীদের দেখাশোনা করছেন। নাসের মেডিকেল কমপ্লেক্স দক্ষিণ গাজা উপত্যকায় স্বাস্থ্যসেবার মেরুদন্ড।

এটির পরিষেবা বন্ধ করা মানে খান ইউনিস ও রাফাহ-তে বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া। কিদরা বলেছেন, জ্বালানি ও সুবিধার অভাবে হাসপাতালটির পরিষেবা বন্ধ হয়ে গেছে।

গাজার বৃহত্তম সক্রিয় হাসপতাল হিসেবে রোববার পর্যন্ত পরিষেবা দিয়ে আসছিল নাসের হাসপাতাল। হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের কারণে চলতি সপ্তাহে অবরোধের মধ্যে ছিল এটি। বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী ওই হাসপাতালে অভিযান চালায়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS