ভিডিও

পাপুয়া নিউ গিনিতে হামলায় নিহত ৬৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১২:৪০ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১২:৪০ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : পাপুয়া নিউ গিনির প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে অতর্কিত হামলায় অন্তত ৬৪ জন নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এই ঘটনা ঘটেছে। খবর বিবিসি’র।

পাপুয়া নিউগিনির সহকারী পুলিশ কমিশনার স্যামসন কুয়া বলেন, ‘আজ ভোরে বিবদমান পক্ষের মধ্যে গোলাগুলি হয়ে থাকতে পারে। আমার মনে হয় ঝোপের মধ্যে এখনো অনেক মরদেহ পড়ে আছে।’

এই অঞ্চলে বিভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেড়েই চলছে। প্রায়শই জমি এবং সম্পদের বণ্টন নিয়ে বিরোধের সৃষ্টি হয়। সংঘর্ষ বেড়ে যাওয়ায় গত বছরের জুলাই মাসে এঙ্গাতে তিন মাসের লকডাউন দেওয়া হয়েছিল। পুলিশ কারফিউ এবং ভ্রমণেও নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এছাড়া গত বছরের আগস্টে ঘটা সহিংসতা আন্তর্জাতিক শিরোনাম হয়েছিল।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS