ভিডিও

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ১২

প্রকাশিত: মার্চ ২০, ২০২৪, ০৩:৪০ দুপুর
আপডেট: মার্চ ২০, ২০২৪, ০৩:৪০ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হারনাই জেলায় একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবারের (২০ মার্চ) ওই ঘটনায় ১২ জন খনি শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

খনি পরিদর্শক আব্দুল রশিদ জানিয়েছেন, সেই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া সব মরদেহ উদ্ধার করা হয়েছে। মিথেন গ্যাসের কারণে খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

আব্দুল আরও বলেন, তদন্তকারীরা এখনও বিস্ফোরণের কারণ নির্ধারণে কাজ করছেন। 

পাকিস্তানের কয়লা খনিতে নিরাপত্তার মানদণ্ড সাধারণত উপেক্ষা করার কারণে প্রায় প্রতি বছরই দুর্ঘটনা ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অনেক শ্রমিক নিহত হন। এদিকে, ঝুঁকি ও কম মজুরি সত্ত্বেও শত শত খনি শ্রমিক বেলুচিস্তানে কাজ করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS