ভিডিও

ক্রিমিয়ায় দুটি রুশ যুদ্ধজাহাজে হামলা ইউক্রেনের 

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪, ০২:০৯ দুপুর
আপডেট: মার্চ ২৫, ২০২৪, ০২:০৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোলের কৃষ্ণ সাগরের উপকূলে রাশিয়ার দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। রবিবার (২৪ মার্চ) ইউক্রেন জানিয়েছে,  শনিবার দিবাগত রাতে এই হামলা চালানো হয়। খবর : রয়টার্স

এক বিবৃতিতে ইউক্রেনীয় সেনাবাহিনীর কৌশলগত যোগাযোগকেন্দ্র বলেছে, ইউক্রেনীয় সশস্ত্রবাহিনী কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এগুলোর একটি হলো সেনাবহনকারী জাহাজ ইয়ামাল এবং অপরটি যোগাযোগকেন্দ্র আজভ। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহরের আরও কয়েকটি জাহাজেও হামলা চালানো হয়েছে। তবে হামলায় জাহাজগুলোর ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানায়নি ইউক্রেনীয় বাহিনী।

ইউক্রেনীয় এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। রাশিয়ার পক্ষ থেকেও কোনও বক্তব্য পাওয়া যায়নি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলার পর থেকে ভুয়া তথ্যের প্রচার বেড়েছে। গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেন দাবি করেছিল সামুদ্রিক ড্রোন দিয়ে হামলা চালিয়ে রাশিয়ার দুটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে তারা। ওই সময়ও রুশ কর্তৃপক্ষ ইউক্রেনীয় দাবির সত্যতা নিশ্চিত করেনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS