ভিডিও

পশ্চিমবঙ্গে ঝড়ে নিহত পাঁচ, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত: এপ্রিল ০১, ২০২৪, ১২:২৮ দুপুর
আপডেট: এপ্রিল ০১, ২০২৪, ০৯:১৭ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপক ঝড় ও বৃষ্টিতে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ে রাজ্যটির উত্তরাঞ্চলীয় জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার বিকেলে এই ঝড় হয়। ঝড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। বহু ঘরবাড়ি ধসে পড়েছে। গাছ উপড়ে গেছে। গাছ পড়ে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আজ সোমবার (১ এপ্রিল) আনন্দবাজারের খবরে বলা হয়, ঝড়ে ৫ জন মার গেছে। জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি শহর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ৫ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ২ জন জলপাইগুড়ির ও ২ জন ময়নাগুড়ির। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS