ভিডিও

অবৈধ অভিবাসীদের ‘পশু’ বলে মন্তব্য করলেন ট্রাম্প

প্রকাশিত: এপ্রিল ০৫, ২০২৪, ১১:১৮ দুপুর
আপডেট: এপ্রিল ০৫, ২০২৪, ১১:১৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনের আগে অবৈধ অভিবাসনকে বড় ইস্যু হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প।

অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রের মানুষদের ‘রক্ত খারাপ করছে’ মন্তব্য করে এর আগে বিতর্ক উসকে দিয়েছিলেন তিনি। এবার তার চেয়েও কঠোর ভাষায় নথিবিহীন অভিবাসীদের আক্রমণ করলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, তার চোখে অবৈধ অভিবাসীরা মানুষই নন!

গত মঙ্গলবার (২ এপ্রিল) মিশিগানে রিপাবলিকানদের নির্বাচনী প্রচারণায় বক্তব্যকালে যুক্তরাষ্ট্রে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক হত্যাকাণ্ডের কথা টেনে আনেন ট্রাম্প।

৭৭ বছর বয়সী নেতা দাবি করেন, তিনি পুনর্নির্বাচিত না হলে যুক্তরাষ্ট্র সহিংসতা ও অরাজকতায় ডুবে যাবে।


নির্বাচনে জিতলে ‘একদিনের জন্য স্বৈরশাসক’ হবেন ট্রাম্প আমি নির্বাচিত না হলে রক্তগঙ্গা বয়ে যাবে, হুঁশিয়ারি ট্রাম্পের ট্রাম্পের মন্তব্যে দুশ্চিন্তা বেড়েছে ইউরোপের


সম্প্রতি দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে লাকেন রাইলি নামে ২২ বছর বয়সী এক নার্সিং শিক্ষার্থীকে একজন ভেনেজুয়েলান অবৈধ অভিবাসী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, অবৈধ অভিবাসীদের মানুষ বলা যায় না।

তিনি বলেন, ডেমোক্র্যাটরা বলে, ওদের (অবৈধ অভিবাসী) পশু বলবেন না। ওরা মানুষ। কিন্তু আমি বলি, না, ওরা মানুষ নয়। ওরা পশু।

ট্রাম্প এর আগে একাধিকবার দাবি করেছেন, অবৈধভাবে মেক্সিকো সীমান্ত অতিক্রমকারী অভিবাসীরা তাদের নিজ দেশে কারাগার ও আশ্রয়স্থল থেকে পালিয়েছে এবং যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধে ইন্ধন যোগাচ্ছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS