ভিডিও

ফিলিস্তিনিদের হামলায় তিন ইসরায়েলি সৈন্য নিহত

প্রকাশিত: মে ০৬, ২০২৪, ০২:৫৫ দুপুর
আপডেট: মে ০৬, ২০২৪, ০২:৫৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের দক্ষিণ গাজা উপত্যকার রাফাতে রকেট হামলা চালিয়েছে হামাসের সশস্ত্র বাহিনী। এতে তিন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। এরপরই রোববার (৫ মে) ইসরায়েলের চালানো পাল্টা হামলায় ১৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনিদের স্বাস্থ্য কর্মকর্তারা। খবর : রয়টার্স

গাজার কেরেম শালোম ক্রসিংয়ে রোববার হামলা চালানোর দায় স্বীকার করেছে হামাস। ওই হামলায় তিন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার রাফাহ সীমান্তের ক্রসিং এলাকা থেকে ১০টি প্রজেক্টটাইল নিক্ষেপ করা হয়। এরপরই এ ক্রসিং এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ত্রাণবাহী ট্রাক চলাচলের জন্য অন্য ক্রসিং খোলা রয়েছে। 

হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড বলেছে, তারা কেরেম শালোম ক্রসিংয়ে হামলা চালিয়েছে এবং স্বল্প-পাল্লার রকেট দিয়ে তারা ইসরায়েলি সৈন্যদের লক্ষ্যবস্তু করেছে। হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, ক্রসিং এলাকায় অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর স্থানাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে কোথা থেকে তারা এ হামলা চালিয়েছে তা জানায়নি। একটি সূত্রের বরাত দিয়ে হামাসের মিডিয়া জানিয়েছে, এ হামলায় বাণিজ্যিক ক্রসিংকে লক্ষ্যবস্তু করা হয়নি। কারণ মিশর সীমান্তে অবস্থিত রাফায় ১০ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS