ভিডিও

হিজবুল্লাহর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত

প্রকাশিত: মে ০৮, ২০২৪, ১২:৫৪ দুপুর
আপডেট: মে ০৮, ২০২৪, ১২:৫৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের দুই রিজার্ভ সেনা নিহত হয়েছেন। সোমবার বিকেলে ইসরায়েলের উত্তরাঞ্চলের মেতুলার কাছে একটি সেনাচৌকিতে এই হামলা হয়। মঙ্গলবার (৭ মে) ইসরায়েলি বাহিনী দুই সেনা নিহতের খবর স্বীকার করেছে।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা হিজবুল্লাহর ড্রোন আকাশে ধ্বংস করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। বিস্ফোরকভর্তি ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং তাতে সেনাসদস্যরা নিহত হন। আইডিএফ নিহত সেনাদের পরিচয় প্রকাশ করেছে, তারা হলেন- মাস্টার সার্জেন্ট ডান কামকাজি এবং মাস্টার সার্জেন্ট নাহমান নাতান হারেৎজ। তাদের দুজনেরই বয়স ৩১ বছর। তারা দু'জনেই ৫৫১তম ব্রিগেডের ৬৫৫১তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। এছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও এক সেনা। তবে তার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আইডিএফ।

এদিন অধিকৃত গোলান মালভূমির ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে হিজবুল্লাহ একসাথে অন্তত ৩০টি রকেট ছোঁড়ে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় চারজন বেসামরিক লোক নিহত হওয়ার একদিন পর পাল্টা এই হামলা চালায় হিজবুল্লাহ। এদিকে, এই হামলার পর দক্ষিণ লেবাননের ছরিবিন গ্রামে হিজবুল্লাহর একটি ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ছাড়া দক্ষিণ লেবাননের আইতা আশ-শাআব গ্রামে হিজবুল্লাহর একটি রকেট উৎক্ষেপণ ঘাঁটিতেও হামলা চালানো হয়।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS