ভিডিও

পারমাণবিক ক্ষেত্রে সউদীকে সহযোগিতায় প্রস্তুত ইরান

প্রকাশিত: মে ০৯, ২০২৪, ০৯:০৬ রাত
আপডেট: মে ০৯, ২০২৪, ০৯:০৬ রাত
আমাদেরকে ফলো করুন

ইরান পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে অঞ্চলের দেশগুলিকে বিশেষ করে সউদী আরবকে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার (এইওআই) চেয়ারম্যান মোহাম্মদ ইসলামি।

এইওআই চেয়ারম্যান সোমবার ইসফাহানে জাতীয় পরমাণু সম্মেলন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ১ম আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ইরানে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল-আনাজির সাথে সাক্ষাৎ ও আলোচনাকালে এই কথা জানান।

তিনি বলেন, ইরান এবং সউদী আরবের জন্য গুরুত্বপূর্ণ হল দুই দেশের জাতীয় স্বার্থের সাথে সঙ্গতি রেখে মিথস্ক্রিয়া বিকাশের প্রচেষ্টা চালানো।

বৈঠকে ইসলামি আরও বলেন, পারমাণবিক প্রযুক্তির মতো নতুন প্রযুক্তি অর্জন ইরানের জন্য অত্যন্ত ইতিবাচক ফল বয়ে এনেছে। অবশ্যই এই বিষয়টি ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিরোধিতাকারী দেশগুলোর অসন্তোষ এবং বৈশ্বিক অহংকার সৃষ্টি করেছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS