ভিডিও

শুধু পিৎজা খেতেই ইতালি গেলেন দুই বান্ধবি!

প্রকাশিত: মে ১০, ২০২৪, ০৩:৫৪ দুপুর
আপডেট: মে ১০, ২০২৪, ০৩:৫৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

যুক্তরাজ্যের লিভারপুল থেকে মোরহান বোল্ড (২৭) ও জেস উডার (২৬) কর্মস্থল থেকে এক দিনের ছুটি নিয়ে উড়ে যান পিৎজার দেশ ইতালিতে। ঠিক সময়ে ফিরে এসে পরের দিন আবার কাজে যোগ দিয়েছেন তাঁরা। ম্যানচেস্টার ইভনিং নিউজ–এর খবরে বলা হয়, দুই বন্ধু এক দিনের ভ্রমণের পরিকল্পনা করেন। তাঁরা ২৪ এপ্রিল সকাল ৬টার ফ্লাইট নেন, আবার সন্ধ্যা ৬টায় ফিরে আসেন। দিনভর তাঁরা সেখানে কেনাকাটা করেছেন, ঘুরে বেড়িয়েছেন, পিৎজা খেয়েছেন।

এক দিনের এই বিদেশভ্রমণে তাঁদের খরচ হয়েছে ১৭০ পাউন্ড, বাংলাদেশি টাকায় যা ২৩ হাজার ৩১৮ টাকা। এর মধ্যে রয়েছে উড়োজাহাজের ভাড়া, এয়ারপোর্ট পার্কিং, খাবার ও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড।

মোরহান বোল্ড বলেন, ‘লিভারপুল থেকে লন্ডনে যাওয়ার চেয়ে আমাদের জন্য ইতালি যাওয়া সাশ্রয়ী ছিল। কেননা, লন্ডন ইউস্টনে যাওয়া ও সেখান থেকে আসা বাবদ খরচ হবে প্রায় ১০০ পাউন্ড। এটি কিন্তু খাবার ও পানীয় ছাড়াই। আর এক দিনের এই সফর খুবই সহজ। এর জন্য ব্যাগ গোছাতে হয় না। সোজা সিকিউরিটি হয়ে উড়োজাহাজে। আমি যদিও এক দিন ছুটি নিয়েছি, পরের দিন যথাসময়ে কাজে যোগ দিয়েছি।’


এই দুই নারী লিভারপুল থেকে ম্যানচেস্টার বিমানবন্দরে গাড়ি চালিয়ে আসেন। সেখানেই গাড়ি পার্ক করে উড়াল দেন। বোল্ড ও উডার ইতালির বিখ্যাত হেলানো টাওয়ারের সামনে ছবি তুলেছেন। এবং গুগল ম্যাপ ব্যবহার করে কোথায় ভালো পিৎজা পাওয়া যায়, তা খুঁজে বের করেন।

 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS