ভিডিও

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার রুশ সামরিক বাহিনীর উপ-প্রধান

প্রকাশিত: মে ২৩, ২০২৪, ০৭:১৩ বিকাল
আপডেট: মে ২৩, ২০২৪, ০৭:১৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

ঘুষ নেওয়ার অভিযোগে রুশ সামরিক বাহিনীর উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল ভাদিম শামারিনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২২ মে) সামরিক আদালত শামারিনকে দুই মাসের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।  

 

রাশিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা টিএএসএস (তাস) জানিয়েছে,  দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যোগাযোগ বিভাগের পরিচালকমণ্ডলীর প্রধানও ছিলেন শামারিন। 

দুর্নীতি বন্ধ প্রচেষ্টার অংশ হিসাবে এর আগেও শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের গ্রেপ্তারের করেছে রাশিয়া। এবার চতুর্থতম উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে শামারিনকে গ্রেফতার করা হলো। চলতি মাসের শুরুতে ঘুসের অভিযোগে মেজর-জেনারেল ইভান পপভ, ইউক্রেনে রুশ অভিযানের সাবেক শীর্ষ কমান্ডার এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মী অধিদপ্তরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইউরি কুজনেটসভকে গ্রেপ্তার করা হয়।

শামারিনের গ্রেফতার প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই একটি চলমান প্রচেষ্টা। এটা কোনো প্রচারণা নয়। এটি আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রমের একটি অবিচ্ছেদ্য অংশ। এপ্রিলে সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর ঘনিষ্ঠ সহযোগী উপ-প্রতিরক্ষা মন্ত্রী তৈমুর ইভানভকেও ঘুষের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এরপরপরই মে মাসে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে শোইগুকে সরিয়ে দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে তার  স্থলাভিষিক্ত হন অর্থনীতিবিদ আন্দ্রেই বেলোসভকে।

জেনারেল ভ্যালেরি গেরাসিমভের উপ প্রধান ছিলেন শামারিন। যদিও গেরাসিমভের বিরুদ্ধে কোনও অন্যায়ের অভিযোগ আনা হয়নি, তবেমাঝে মাঝে ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর কর্মক্ষমতা নিয়ে কঠোর সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS