ভিডিও

ইউক্রেনকে ৩০টি এফ-১৬ যুদ্ধবিমান দিচ্ছে বেলজিয়াম

প্রকাশিত: মে ২৯, ২০২৪, ০৮:১৯ রাত
আপডেট: মে ২৯, ২০২৪, ০৮:১৯ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে ৩০টি এফ–১৬ যুদ্ধবিমান দিচ্ছে ইউরোপের দেশ বেলজিয়াম। মঙ্গলবার এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকসান্দার দ্য ক্রু ওই চুক্তিতে সই করেন। জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, বেলজিয়ামের সঙ্গে চুক্তির ফলে দেশটি এ বছর ইউক্রেনকে ৯৭ দশমিক ৭০ কোটি ইউরো সামরিক সহায়তা দেবে।

এছাড়া ১০ বছর মেয়াদি এ চুক্তিতে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বেলজিয়াম। জানা গেছে, ৩০টি যুদ্ধবিমান ২০২৮ সালের মধ্যে সরবরাহ করবে বেলজিয়াম। এর মধ্যে প্রথম চালান সরবরাহ করা হবে ২০২৪ সালে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS