ভিডিও

রাশিয়া ও চীনকে বোমা মেরে উড়িয়ে দিতে চান ট্রাম্প! 

প্রকাশিত: মে ৩০, ২০২৪, ০৯:০৯ রাত
আপডেট: মে ৩১, ২০২৪, ০১:০৭ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে যদি রাশিয়া-ইউক্রেন সংঘাত লাগতো এবং চীন তাইওয়ানকে হামলার হুঁশিয়ারি দিতো তাহলে তিনি রাশিয়া-চীনকে বোমা মেরে উড়িয়ে দিতেন। মঙ্গলবার ওয়াশিংটন পোস্ট সূত্রের বরাত দিয়ে আরটি এক প্রতিবেদনে জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং বর্তমান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারাভিযানের সময় দাতাদের বলেন, তিনি মস্কো এবং বেইজিংকে বোমাবর্ষণ করতেন যদি দেশ দুটি তার ক্ষমতায় থাকা অবস্থায় ইউক্রেন এবং তাইওয়ানকে আক্রমণ করতো।

জেমস গিলমোর ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থায় ট্রাম্পের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি চলতি মাসের শুরুতে তাইওয়ানে সাংবাদিকদের জানায়, ট্রাম্প কোনো বিচ্ছিনতাবাদী নন। তিনি কেবল মিত্রদের নিজেদের প্রতিরক্ষার উপর আরও জোর দেয়ার চেষ্টা করছেন। তিনি বিশ্বাস করেন যে ট্রাম্প প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে তাইওয়ানকেই সমর্থন করবেন। তাইওয়ান সরকারের আপত্তির মুখে চীন তাইওয়ানকে তার নিজস্ব এলাকা বলে দাবি করে। ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন তিনিও বাইডেন প্রশাসনের মতো তাইওয়ানকে অস্ত্র বিক্রির মধ্য দিয়ে দেশটির পাশে ছিলেন। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS