ভিডিও

লেবাননে মার্কিন দূতাবাসে গুলি

প্রকাশিত: জুন ০৫, ২০২৪, ০৯:২৮ রাত
আপডেট: জুন ০৫, ২০২৪, ১০:৫০ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে মার্কিন দূতাবাসে গুলির ঘটনা ঘটেছে। আজ বুধবার (৫ জুন) লেবাননের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। সেনাদের সাথে গুলি বিনিময়ে আহত হয়েছে ওই হামলাকারী।

সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারী একজন সিরীয় নাগরিক। তাকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেনারা অন্যান্য বন্দুকধারীদের সন্ধান করছে। বুধবার হামলার পরপর দূতাবাস বন্ধ করে দেওয়া হয়। তবে বৃহস্পতিবার দূতাবাস খোলা থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, সকালে দূতাবাসের প্রবেশদ্বারের কাছে ছোট অস্ত্রের গোলাগুলির খবর পাওয়া গেছে। হামলার সময় কর্মীরা নিরাপদ ছিল। নিরাপত্তা সূত্র জানিয়েছে, দূতাবাসের নিরাপত্তা দলের একজন সদস্য সামান্য আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS