ভিডিও

রেমালে ক্ষতিগ্রস্তদের ৫ লাখ পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য

প্রকাশিত: জুন ০৬, ২০২৪, ০৯:০৮ রাত
আপডেট: জুন ০৭, ২০২৪, ১২:০৮ রাত
আমাদেরকে ফলো করুন

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের জন্য সা‌ড়ে ৭ কোটি টাকার (৫ লাখ ব্রিটিশ পাউন্ড) মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

 

বৃহস্পতিবার (৬ জুন) ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ব্রিটিশ হাইকমিশন জানায়, যুক্তরাজ্যের এই সহায়তা থেকে বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, ভোলা, পিরোজপুর এবং পটুয়াখালী জেলার ৪৩ হাজারের বেশি মানুষকে খাদ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্য সামগ্রী প্রদান করা হবে।

নারী, শিশু এবং যারা তাদের বাড়ি থেকে বাস্তুচ্যুত হয়েছে তাদেরসহ ক্ষতিগ্রস্ত সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের চাহিদাকে এ সহায়তা থেকে অগ্রাধিকার দেওয়া হবে।

যুক্তরাজ্যের এ সহায়তা ক্রিশ্চিয়ান এইড, অ্যাকশন এইড, জাগো নারী এবং কোস্ট ফাউন্ডেশন দ্বারা বাস্তবায়িত হবে। এটি বাংলাদেশ সরকারের চলমান সহায়তার পরিপূরক।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ম্যাট ক্যানেল বলেছেন, যুক্তরাজ্য ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সবার পাশে দাঁড়িয়েছে। ওই ঘূর্ণিঝড় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৮ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে। যুক্তরাজ্য ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে বলে আমি আনন্দিত।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS