ভিডিও

হিমালয়ের চূড়া থেকে সরানো হলো এগারো টন আবর্জনাসহ চারটি মৃতদেহ

প্রকাশিত: জুন ০৭, ২০২৪, ০৩:১৩ দুপুর
আপডেট: জুন ০৭, ২০২৪, ০৪:১৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

এভারেস্ট এবং আরো দুটি হিমালয় পর্বত থেকে এগারো টন আবর্জনা, চারটি মৃতদেহ ও একটি কঙ্কাল সরানো হয়েছে বলে নেপালের সেনাবাহিনী বলেছে। এভারেস্ট, নুপ্তসে এবং লোটসে পর্বত থেকে আবর্জনা এবং মৃতদেহ উদ্ধার করতে সেনাদের ৫৫ দিন সময় লেগেছে।ধারণা করা হচ্ছে, পঞ্চাশ টনেরও বেশি বর্জ্য এবং ২০০টিরও বেশি মৃতদেহ এভারেস্টকে আবৃত করে রেখেছে।

২০১৯ সালে নেপালের সেনাবাহিনী পাহাড়ের এই বার্ষিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।


যাকে প্রায়ই বিশ্বের সর্বোচ্চ আবর্জনা ফেলার স্থান বলা হয়। সেনাবাহিনী বলছে, এখন পর্যন্ত ৫টি পরিষ্কার-পরিচ্ছন্নতাকারী দল ১১৯ টন আবর্জনা, ১৪টি মানুষের মৃতদেহ এবং কিছু কঙ্কাল সংগ্রহ করেছে। এই বছর কর্তৃপক্ষের লক্ষ্য ছিল হিমালয় পর্বত থেকে আবর্জনা কমানো। এ ছাড়া পর্বতরোহীদের ট্র্যাকিং ডিভাইস পরিয়ে এবং তাদের নিজস্ব মল ফিরিয়ে আনার মাধ্যমে উদ্ধার কাজে উন্নতি করা।


নেপালের পর্বতারোহণের পর্যটন বিভাগের পরিচালক রাকেশ গুরুং বিবিসিকে বলেছেন, ‘ভবিষ্যতে সরকার আবর্জনা নিরীক্ষণের জন্য একটি ‘মাউন্টেন রেঞ্জার’ দল তৈরি করার এবং বর্জ্য সংগ্রহের জন্য আরো অর্থ দেওয়ার পরিকল্পনা করছে।

মোট আনুমানিক ৬০০ মানুষ এই বছর পর্বত আরোহণ করেছেন। এ বছর আট পর্বতারোহী মারা গেছে বা নিখোঁজ হয়েছে, যা গত বছর ছিল ১৯ জন। এদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক ড্যানিয়েল প্যাটারসন এবং তার নেপালি গাইড পাস্তেনজি শেরপাও আছেন।

 

সূত্র : বিবিসি

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS