ভিডিও

ইসরায়েলি বিমান হামলায় রাফাহতে দুই জিম্মি নিহত, দাবি হামাসের

প্রকাশিত: জুন ১৪, ২০২৪, ১০:০১ রাত
আপডেট: জুন ১৫, ২০২৪, ০২:০২ রাত
আমাদেরকে ফলো করুন

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড দাবি করেছে, কয়েকদিন আগে রাফাহতে ইসরায়েলের বিমান হামলায় দুই ইসরায়েলি জিম্মি নিহত হয়েছে। শুক্রবার (১৪ জুন) গোষ্ঠীটির পক্ষ থেকে নিজেদের টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিওতে এই দাবি করেছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভিডিওতে নিহত জিম্মিদের নাম প্রকাশ করা হয়নি। এছাড়া নিহত হওয়ার পক্ষেও কোনও প্রমাণ হাজির করেনি।

আল-কাসেম ব্রিগেড বলেছে, ইসরায়েলি সরকার কফিন ছাড়া, জিম্মিদের ফেরত চায় না।

৮ জুন গাজার মধ্যাঞ্চলীয় আল-নুসেইরাত শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে কয়েকজন জিম্মিকে মুক্ত করেছে। এই অভিযানে ২৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

৭ অক্টোবর ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলায় চলমান এই যুদ্ধের সূত্রপাত হয়। ইসরায়েলের হিসাব অনুসারে, হামাস যোদ্ধারা ১২০০ জনকে হত্যা ও ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়।

জবাবে গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এখন পর্যন্ত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS