ভিডিও

ইসরায়েলি বন্দরে চারটি জাহাজে হামলার দাবি হুথিদের

প্রকাশিত: জুন ২৩, ২০২৪, ০৩:১১ দুপুর
আপডেট: জুন ২৩, ২০২৪, ০৩:১১ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের উত্তর হাইফা বন্দরে চারটি জাহাজ লক্ষ্য করে যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে হুথিরা। শনিবার (২২ জুন) ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে  যৌথ এ অভিযান চালায় তারা। খবর : রয়টার্স 

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেছেন, দল দুটি শনিবার হাইফা বন্দরে দুটি সিমেন্ট ট্যাঙ্কার ও দুটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালায়। তিনি বলেন, জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। কারণ জাহাজগুলোর মালিকানাধীন কোম্পানি অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। এর আগে, ইসরায়েলি এই বন্দরে নোঙর করা সব জাহাজকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল ইরান-সমর্থিত হুথিরা।

অভিযানে তাদের উদ্দেশ্য সফল হওয়ার দাবি করেছে সারি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন,তাদের এ দাবি ভুল। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS