ভিডিও

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন হাজার হাজার যোদ্ধা

প্রকাশিত: জুন ২৪, ২০২৪, ০৩:৪৩ দুপুর
আপডেট: জুন ২৪, ২০২৪, ০৩:৪৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হিজবুল্লাহর সঙ্গে যোগ দিতে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর হাজার হাজার যোদ্ধা লেবাননে যেতে প্রস্তুত। ইরান সমর্থিত দলগুলোর কর্মকর্তারা এবং বিশ্লেষকরা এ তথ্য জানিয়েছেন।

হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ বুধবার এক বক্তৃতায় বলেছেন, ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং অন্যান্য দেশের নেতারা এর আগে হিজবুল্লাহকে সাহায্য করার জন্য কয়েক হাজার যোদ্ধা পাঠানোর প্রস্তাব দিয়েছে। তবে তিনি বলেছেন, তাদের বাহিনীর ইতিমধ্যে এক লাখ যোদ্ধা রয়েছে। নাসরাল্লাহ বলেন, ‘আমরা তাদের বলেছিলাম, আপনাদের ধন্যবাদ। কিন্তু আমাদের কাছে যে সংখ্যা আছে তা যথেষ্ঠ।’

তিনি জানান, যুদ্ধের বর্তমান পর্যায়ে হিজবুল্লাহ তার জনশক্তির একটি অংশ ব্যবহার করছে। তবে সর্বাত্মক যুদ্ধের ক্ষেত্রে তা পরিবর্তন হতে পারে। নাসরাল্লাহ ২০১৭ সালে একটি বক্তৃতায় সেই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, ইরান, ইরাক, ইয়েমেন, আফগানিস্তান এবং পাকিস্তানের যোদ্ধারা এই ধরনের যুদ্ধের ‘অংশীদার’ হবে। 

ইরান সমর্থিত লেবানিজ এবং ইরাকি গোষ্ঠীর কর্মকর্তারা জানিয়েছেন, লেবানন-ইসরায়েল সীমান্তে যুদ্ধ শুরু হলে আশেপাশের অঞ্চল থেকে ইরান সমর্থিত যোদ্ধারা যোগ দেবে। এই ধরনের হাজার হাজার যোদ্ধা ইতিমধ্যে সিরিয়ায় মোতায়েন রয়েছে এবং তারা সহজেই ভঙ্গুর ও অচিহ্নিত সীমান্ত দিয়ে চলে আসতে পারে। 

৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিছু গোষ্ঠী ইতিমধ্যেই ইসরায়েল ও তার মিত্রদের উপর হামলা চালিয়েছে। তথাকথিত ‘প্রতিরোধের অক্ষ’ থেকে আসা দলগুলো জানিয়েছে, তারা ‘ঐক্যবদ্ধ রণকৌশল’ ব্যবহার করছে এবং তা করবে। ইসরায়েল যখন হামাসের বিরুদ্ধে গাজায় তাদের আক্রমণ শেষ করবে তখনই যুদ্ধ বন্ধ করবে। ইরাকের একটি ইরান সমর্থিত গোষ্ঠীর একজন কর্মকর্তা বাগদাদে অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ‘যদি সর্বাত্মক যুদ্ধ শুরু হয়, আমরা হিজবুল্লাহর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।

ইরাকের আরেকটি গোষ্ঠীটির এক কর্মকর্তা বলেন, তাদের কয়েক জন উপদেষ্টা ইতিমধ্যে লেবাননে রয়েছেন।লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠীর একজন কর্মকর্তাও জোর দিয়ে বলেছেন, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স, আফগানিস্তানের ফাতিমিয়ুন, পাকিস্তান জেইনাবিয়ুন এবং ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধারা যুদ্ধে অংশ নিতে লেবাননে আসতে পারেন।  



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS