ভিডিও

বিয়ের চারদিন আগেই পাত্রীর অ্যাকাউন্টে যাবে ২৫ হাজার রুপি

প্রকাশিত: জুন ২৫, ২০২৪, ০৯:৩৩ রাত
আপডেট: জুন ২৫, ২০২৪, ০৯:৩৩ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : অর্থ যাতে বিয়ের চারদিন আগে বা ন্যূনতম বিয়ের দিন পৌঁছায়, সেজন্য নতুন করে উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক সময় আবেদন যাচাইয়ের ক্ষেত্রে দেখা যায়, ধীর গতিতে কাজ চলছে। ফলে সমস্যায় পড়ে কনের পরিবার। অনেক সময় রুপি ব্যাংকে আসতো বিয়ের পরে।

নির্দেশিকায় বলা হয়েছে, বিয়ের আগেই রূপশ্রীর রুপি পাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে। তবে দেরি হলে, অন্তত বিয়ের দিনই পাত্রীর হাতে পৌঁছে দিতে হবে। কর্মকর্তারা জানান, কোনও আবেদনকারী ‘রূপশ্রী’ প্রকল্পে আবেদন করলে সেগুলো আর কোনোভাবেই ফেলে রাখা যাবে না। দ্রুত যাচাই বাছাই করে রুপি পাঠিয়ে দিতে হবে বিয়ের আগেই।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS