ভিডিও

লোকসভায় ‘জয় ফিলিস্তিন’ স্লোগান, উত্তেজনা

প্রকাশিত: জুন ২৭, ২০২৪, ০২:৪৮ দুপুর
আপডেট: জুন ২৭, ২০২৪, ০৩:৪৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভার সদস্য হিসেবে শপথ নেয়ার সময় ‘জয় ফিলিস্তিন’ স্লোগান দিয়েছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান ও হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। এমন স্লোগান আগে কখনো শপথগ্রহণ অনুষ্ঠানে শোনা যায়নি। এ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে।

হায়দরাবাদের এমআইএম নেতা আসাদ্দুদিন ওয়েইসি তার শপথের শেষে ‘জয় ভীম’, ‘জয় তেলঙ্গানা’ বলার পরে ‘জয় ফিলিস্তিন’ বলে স্লোগান দেন। এই স্লোগান নিয়ে আপত্তি তোলেন বিজেপি’র সংসদ সদস্যরা। সেই সময়ে স্পিকারের দায়িত্বে থাকা রাধামোহন সিং জানান, ওই বক্তব্য নথিবদ্ধ করা হবে না।

সংসদবিষয়কমন্ত্রী কিরেন রিজিজু বলেন, ফিলিস্তিনি শত্রু রাষ্ট্র নয়। তাই ওই দেশের নামে জয়ধ্বনি দেওয়া নিয়মভঙ্গের মধ্যে পড়ে কি না, তা খতিয়ে দেখা হবে। এছাড়াও সংসদ সদস্য পাপ্পু যাদব ‘রি-নিট’ লেখা টি-শার্ট পরে বলেন, নতুন করে নেওয়া হোক নিট পরীক্ষা। শপথগ্রহণ শেষে ফের নিট নেওয়ার দাবিতে স্লোগানও দেন তিনি। তাতে শাসক শিবির আপত্তি জানালে গলা চড়িয়ে বিজেপির সংসদ সদস্যের উদ্দেশে তিনি বলেন, ‘ছয়বারের সংসদ সদস্য আমি। আমাকে শেখাচ্ছেন!’

স্লোগানকে কেন্দ্র করে ঘিরে সবাই উত্তেজিত হয়ে যান। বরেলীর বিজেপি সংসদ সদস্য ছত্রপাল গঙ্গোয়ার শপথ শেষে ‘হিন্দু রাষ্ট্রের জয়’ বলে ধ্বনি তোলেন। আপত্তি জানায় বিরোধী নেতারা। ভারতের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সংসদে কিভাবে ‘হিন্দু রাষ্ট্রের জয়’ বলা যায়, তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। তারা দাবি জানান, ওই মন্তব্য যেন নথিবদ্ধ না হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS