ভিডিও

‘আগস্টের মধ্যেই হবে মোদি সরকারের পতন’

প্রকাশিত: জুলাই ০৬, ২০২৪, ০৯:০৭ রাত
আপডেট: জুলাই ০৭, ২০২৪, ০১:৫১ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি সম্পন্ন হয়েছে ভারতের লোকসভা নির্বাচন। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ক্ষমতাসীন বিজেপি’কে নির্ভর করতে হয় শরিকদের ওপর। তবে বিজেপির নেতৃত্বে সেই সরকারকে ‘দুর্বল’ বলেছেণ বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সভাপতি লালু প্রসাদ যাদব।

তার দাবি, এক মাসের মধ্যে পতন হবে কেন্দ্রের মোদি সরকারের। গতকাল বিহারের রাজধানী পাটনায় রাষ্ট্রীয় জনতা দলের এক অনুষ্ঠানে লালু প্রসাদ যাদব বলেন, মোদি সরকার দুর্বল। যে কোনো সময়ই পতন হতে পারে মোদি সরকারের। আগামী আগস্টেই পতন হতে পারে এই সরকারের। তাই লোকসভার অন্তর্বর্তী নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুত থাকতে হবে। বিরোধীদের পক্ষ থেকে বারবার বিজেপির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট তথা এনডিএ সরকারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা বলা হলেও দলটি এমন আশঙ্কার কথা উড়িয়েছে দিয়েছে। এ বিষয়ে বিজেপি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, ‘লালু প্রসাদ যাদব দিবা স্বপ্ন দেখছেন। মানুষ মোদিকে ভোট দিয়েছে। জনগণের পছন্দেই নির্বাচিত হয়েছে বিজেপি।’ 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS