ভিডিও

লেবাননে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৪, ০৮:০৬ রাত
আপডেট: জুলাই ২৯, ২০২৪, ০৮:০৬ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।

গত শনিবার ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় ১২ শিশু ও কিশোর-কিশোরী নিহত হয়। এই হামলার পর প্রথমবারের মতো লেবাননে প্রাণঘাতী রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের চলমান উত্তেজনায় গাজা যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বলেছে, দক্ষিণ লেবাননের সীমান্তের এক এলাকায় মোটরসাইকেলে ড্রোন হামলা হয়েছে। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও এক শিশু আহত হয়েছে। সীমান্ত লাগোয়া লেবাননের দক্ষিণে পৃথক হামলায় আরও দুজন আহত হয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, হিজবুল্লাহর সদস্য ও তাদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি বাহিনী এই হামলার বিষয়ে আর কোনও তথ্য দেয়নি।

গত শনিবার গোলান মালভূমির এক ফুটবল মাঠে রকেট হামলার ঘটনা ঘটে। ইসরায়েল-অধিকৃত মালভূমিতে এই হামলার জন্য ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। এ নিয়ে প্রতিবেশি দুই দেশের মাঝে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

সোমবার লেবাননের বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমানের উড্ডয়ন এবং অবতরণ বাতিল অথবা স্থগিত ঘোষণা করা হয়েছে।
রোববার ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা সরকারকে গোলান মালভূমিতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানানোর অনুমোদন দিয়েছে। তবে হিজবুল্লাহ গোলান মালভূমিতে হামলার দায় অস্বীকার করেছে।

ইসরায়েলের সর্বাধিক প্রকাশিত সংবাদপত্র ইয়েদিওথ আহরনোথ নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে বলেছে, ইসরায়েলের সীমিত পরিসরে প্রতিক্রিয়া দেখাবে। তবে এই প্রভাব হবে তাৎপর্যপূর্ণ।

ইসরায়েলি পাল্টা আক্রমণের আশঙ্কায় হিজবুল্লাহ ও এর সহযোগী অন্যান্য গোষ্ঠীগুলো লেবানন এবং সিরিয়ার কিছু অংশে তাদের অবস্থান খালি করেছে। এসব এলাকায় তারা লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন আশঙ্কায় ওই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে হিজবুল্লাহর ঘনিষ্ট একটি সূত্র।

ইসরায়েলি প্রতিশোধের আশঙ্কায় বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার সেখানে শত শত বিমানের ফ্লাইট বাতিল হওয়ায় লোকজন চরম আতঙ্কের মুখোমুখি হয়েছেন।

বৈরুত থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধি জেইনা খোদর বলেছেন, সোমবার সকালের দিকে বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। কারণ অনেক এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে এবং যাত্রীরা টার্মিনালের বাইরে সারিবদ্ধ গাড়িতে অবস্থান করছেন।

খোদর বলেন, এই বিমানবন্দরটি লক্ষ্যবস্তু হতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে। রাভের ইসরায়েলি ড্রোন মাথার ওপরে উড়ছে বলে সেখানকার সূত্রগুলো জানিয়েছে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS