ভিডিও

ইরানে প্রকাশ্যে এক তরুণের ফাঁসি

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪, ০৩:৫৩ দুপুর
আপডেট: আগস্ট ২৭, ২০২৪, ০৩:৫৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে ২০ বছর বয়সী এক তরুণকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে। একজন আইনজীবীকে হত্যার দায়ে সোমবার তার ফাঁসি কার্যকর করা হয়। তবে ওই তরুণের পচিয় প্রকাশ করা হয়নি। খবর : এবিসি নিউজ

ইরানের বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানিয়েছে, উত্তরাঞ্চলের সেমনাম প্রদেশের শাহরুদ শহরে ওই তরুণকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে। ২০২১ সালের আগস্টে শাহরুদ শহরে স্ত্রী ও ছেলের সামনে শিকারি রাইফেল দিয়ে এক আইনজীবীকে গুলি করার অভিযোগে দোষি সাব্যস্ত করে আদালত। অসলোভিত্তিক ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, এ বছর এটি ইরানে প্রথম জনসমক্ষে ফাঁসি কার্যকরের ঘটনা। সংগঠনটির পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই ধরনের প্রকাশ্য মৃত্যুদণ্ডের নিন্দার আহ্বান জানিয়েছেন।

ইরান সাধারণত মাদক চোরাচালানের অপরাধে কারাগারে ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর করে। দেশটি ২০২২ সালে ৫০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS