ভিডিও

বিআরটি প্রকল্পের প্রকৌশলীকে পিটিয়ে হত্যা: বাসের হেলপার গ্রেফতার

প্রকাশিত: মে ১০, ২০২৪, ০৭:৪৯ বিকাল
আপডেট: মে ১০, ২০২৪, ০৭:৪৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের (সিজিজিসি) প্রকৌশলীকে পিটিয়ে হত্যার ঘটনায় পলাতক আসামি বাসের হেলপার মাসুদ রানাকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৯ মে) রাত ২টার দিকে রাজধানীর গাবতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল। 

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, গত ১৩ এপ্রিল ১২টার দিকে উত্তরা আজমপুর ফুটওভার ব্রিজের নিচে মোহাম্মদ ফুলবাবু এবং তার অফিস স্টাফ ইয়াছিনের সঙ্গে ‘আসমানী পরিবহন’-এর (ঢাকা মেট্রো-ব-১৫-৯৪৭৭) চালকের সহকারী মাসুদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুদ জোর করে সিজিজিসির অফিস স্টাফ ইয়াছিনকে গাড়িতে উঠিয়ে নিয়ে হাউজ বিল্ডিংয়ে নামিয়ে দেয়। এ ঘটনার প্রতিবাদ করলে আব্দুল্লাহপুর এলাকায় আসমানী পরিবহনের স্টাফদের সঙ্গে সিজিজিসির কয়েকজন কর্মচারীর হাতাহাতি হয়।

তিনি বলেন, এ ঘটনার জেরে একই দিন বাসের হেলপার মাসুদসহ আরও কয়েকজন (৫ থেকে ৭ জন) পূর্বপরিকল্পিতভাবে সিজিজিসির ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফুলবাবুকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে গুরুতর জখম করে। তাকে গুরুতর আহত অবস্থায় উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পরের দিন গত ১৪ মার্চ মোহাম্মদ ফুলবাবুর স্ত্রী জোসনা উত্তরা পশ্চিম থানায় হেলপার মাসুদসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এ ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করে। হেলপার মাসুদসহ হত্যায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে ছায়াতদন্ত শুরু করে র‌্যাব-১। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে গত রাতে র‌্যাব-১ এর একটি দল গাবতলী বাস টার্মিনালের ইন্টাকো ফিলিং স্টেশনের সামনে আহাদ পরিবহনের বাস থেকে মাসুদকে গ্রেফতার করে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS