ভিডিও

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: জুন ০৮, ২০২৪, ০৪:১০ দুপুর
আপডেট: জুন ০৮, ২০২৪, ১১:৫৬ রাত
আমাদেরকে ফলো করুন

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ পলাতক জঙ্গি নেতা নাফিস সালাম উদয়কে (৪৭) রাজধানীর আদাবর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। তার বিরুদ্ধে পাঁচটি সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

এছাড়া তিনি পুলিশের ওপর হামলার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
শুক্রবার (৭ জুন) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম জানান, নাফিস সালাম উদয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ জঙ্গি ও দাওয়াতি বিভাগের দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে জঙ্গি সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিলেন।

নাফিস ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন। তিনি অফলাইন ও অনলাইনের মাধ্যমে হিযবুত তাহরীরের গ্রুপ লিডারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতেন।

গ্রেপ্তার নাফিসকে আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এএসপি শিহাব করিম।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS