ভিডিও

সমবায় ব্যাংকের সাবেক এজিএমের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪, ০৮:৪৩ রাত
আপডেট: আগস্ট ০১, ২০২৪, ১২:৩৫ রাত
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:   সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের বরখাস্ত হওয়া সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩১ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে থেকে ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই দুদকের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুল্লাহ এহসান আদালতে চার্জশিট দাখিল করবেন।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, মোহাম্মদ নুরুল ইসলাম দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তার নিজ নাম ৫৬ লাখ ১৯ হাজার ২০৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া দুদকের অনুসন্ধানে ১ কোটি ৯৪ লাখ ৯১ হাজার ৮০৭ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে দুদকের তদন্তে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারায় চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS